অরেঞ্জ ক্যাপঃ কে এল রাহুল
এবারের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব প্লে অফে না পৌছলেও, অনবদ্য ব্যাটিং উপহার দিয়েছেন অধিনায়ক কেএল রাহুল। ১৪ ইনিংসে ৫৫. ৮৩ গড়ে করেছেন ৬৭০ রান। ১৪ ম্যাচে কেএল রাহুল যেই রান করেছেন তা অন্য়ান্য ব্যাটসম্যানরা ১৬ বা ১৭ ম্যাচ খেলেও করতে পারেননি।