গতবার মরুদেশে আইপিএল একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার শেষ চারে পৌছতে পারেনি এমএস ধোনির দল। তারপর নতুন মরসুমের আগে দলে একাধিক পরিবর্তন করেছে সিএসকে। দলে নেওয়া হয়েছে মঈন আলি, চেতেশ্বর পুজারা, কৃষ্ণাপ্পা গৌতমদের। ২০২১ মরসুম শুরুর আগে কেমন হতে পারে সিএসকের সেরা প্রথম একাদশ দেখা যাক এক নজরে।