তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস শনিবার ২০২১ আইপিএলে তাদের প্রথম ম্য়াচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। আইপিএল ২০২০ সিএসকে-র জন্য সবচেয়ে খারাপ মরসুম গিয়েছে। কারণ প্রথমবারের জন্য শেষ চারে কোয়ালিফাই করতে পারেনি এমএস ধোনির দল। সপ্তম স্থানে শেষ করেছিল চেন্নাই। মজার বিষয় হল ভারতে যখনও পূর্ণাঙ্গ আইপিএল হয়েছে তখনই ফাইনাল খেলেছে সিএসকে। সেই ধারা বজায় রাখতে মরিয়া ধোনির দল। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে বদ্ধপরিকর চেন্নাই। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে কি হতে চলেছে সিএসকের প্রথম একাদশ দেখে নিন এক নজরে।