দুই দলে একাধিক ম্যাচ উইনার, জেনে নিন আজ কারা বদলে দিতে পারে আরসিবি বনাম মুম্বই ম্যাচের ভাগ্য

আজ আইপিএলে বিরাট কোহলি বনাম রোহিত শর্মা দ্বৈরথ দেখার অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট বিশ্ব। শেষ ম্যাচ হারলেও জয়ে ফিরতে মরিয়া আসিবি। অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে জয়ে ফেরার পর আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স। তবে বিরাটের দলকে হালকাভাবে নিতে নারাজ হিটম্যান। আজকে মেগা ম্যাচেও দুই দলের একাধিক তারকার উপর থাকবে নজর। যারা ঘুড়িয়ে দিতে পারে ম্য়াচের মোড়।
 

Sudip Paul | Published : Sep 28, 2020 11:26 AM IST

110
দুই দলে একাধিক ম্যাচ উইনার, জেনে নিন আজ কারা বদলে দিতে পারে আরসিবি বনাম মুম্বই ম্যাচের ভাগ্য

রোহিত শর্মা
প্রথম ম্যাচে রান না পেলেও, কেকেআরের বিরুদ্ধে রানে ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। খেলেছিলেন ৫৪ বলে ৮০ রানে বিধ্বংসী ইনিংস। তাই আরসিবির বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন হিটম্যান। রোহিতের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাও।

210

কুইন্টন ডিকক
মু্বই দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। কিন্তু শেষ দুই ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি প্রোটিয়া তারকা। তাই আজকের ম্যাতে রানে ফিরতে চাইবেন ডিকক। তার ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছে টিম ম্যানেজমেন্টও।
 

310

সূর্যকুমার যাদব
মুম্বই দলের মিডল অর্ডারের ভরসা। ফর্মেও রয়েছেন তিনি। গত ম্যাচেও করেছেন ৪৭ রান। কিন্তু এখনও বড় রান আসেনি সুর্যকুমার যাদবের ব্যাট থেকে। তাই আজকের ম্যাচে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। 

410

জসপ্রীত বুমরা
প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে পারফর্ম করতে না পারলেও, কেকেআরের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন বুমরা গুরুত্বপূর্ণ সময়ে রাসেলকে আউট করে নিশ্চিত করেছিলেন দলে জয়। দুটি উইকেট পেয়েছিলেন তিনি। আজকের ম্য়াচে রোহিত শর্নার বোলিং অ্যাটাকের অন্যতম সেরা শক্তির নাম বুমরা।
 

510

ট্রেন্ট বোল্ট
প্রথম ম্যাচ থেকেই আগুন ঝড়াচ্ছেন কিউি তারকা পেসার ট্রেন্ট বোল্ট। শেষ ম্যাচেও দুই উইকেট পেয়েছিলেন তিনি। আজকের ম্যাচেও আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভাঙতে বাড়তি দায়িত্ব নিতেই হবে বোল্টকে।
 

610

বিরাট কোহলি
আইপিএলের দুটি ম্যাচ হেয় গেলেও, এখনও রান নেই বিরাট কোহলির ব্যাটে। সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে। আজ মুম্বইয়ের বিরুদ্ধে জ্বলে উঠকে মরিয়া হয়ে রয়েছেন বিরাট। বিরাটের রানে ফেরার অপেক্ষায় রয়েছেন সকলেই।
 

710

এবি ডিভিলিয়ার্স
আরসিবি দলের অন্যতম সেরা ম্যাচ উইনার তিনি। প্রথম ম্যাচ থেকে ফর্মেও রয়েছেন তিনি। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন এবিডি। দ্বিতীয় ম্যাচে ভাল শুরু করেও ২৮ রানে আউট হন তিনি। আজকের ম্যাচে আরসিবিকে জয়ে ফিরতে হলে চলতেই হবে মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাট।
 

810

অ্যারন ফিঞ্চ
আরসিবির ওপেনিংয়ের সেরা ভরসা। ফিঞ্চ প্রথম ও দ্বিতীয় ম্য়াচে ফর্মে থাকার ইঙ্গিত দিলেও বড় রান করতে ব্যর্থ হন। তৃতীয় ম্যাচের ফিঞ্চের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় রয়েছেন আরসিবি টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা।

910

যুজবেন্দ্র চাহল
আরসিবির বোলিং অ্যটাকের সবথেকে সেরা অস্ত্রের নাম যুজবেন্দ্র চাহল। প্রথম ম্যাচ থেকেই ফর্মে রয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে আরসিবিকে জয়ে ফিরতে হলে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যুজবেন্দ্র চাহলের ৪ ওভার।
 

1010

নবদীপ সাইনি
এই ইয়াং পেস বোলারের দিকেও নজর রয়েছে  সকলের। প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে নজর কারলেও, দ্বিতীয় ম্যাচে উইকেট পাননি তিনি। দলের অন্যান্য পেস বোলাররা ফর্মে না থাকায় বাড়তি নজর থাকছে নবদীপ সাইনির উপর।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos