দেবদূত পাড়িকল
পার্থিব প্যাটেলের জায়গায় অভিষেক ম্যাচে আরসিবি দলে জায়গা পেয়েছিলেন দেবদূত পাড়িকল। অভিষেকেই হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন এই আইপিএলে স্টার হতে এসেছেন তিনি। তার টেকনিক, হিটিং ও টেম্পারমেন্ট সকলের বাহবা কুড়িয়েছে। তাই পঞ্জাবের বিরুদ্ধেও বিশেষ নজর থাকবে এই কর্ণাটকি ব্য়াটসম্যানের উপর।