জেসন হোল্ডার-
হায়দরাবাদ দলে সুযোগ পাওয়ার পর থেকেই প্রতি ম্যাচ দুরন্ত বোলিং করছেন জেসন হোল্ডার। দলকে এনে দিচ্চেন উইকেটও। ব্যাট হাতেও প্রয়োজনীয় ইনিংস খেলছেন তিনি। শেষ ম্যাচেও নিয়েছেন ৩ উইকেট, করেছেন ২৪ রান। আজ দিল্লির বিরুদ্ধে জেসন হোল্ডারের উপর বাড়তি ভরসা রাখছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।