কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও রাজ্যে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বারবার ওঠানামা করছে। এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৭ জেলায়। সেই ৭ জেলার মৃত্যুর লিস্টে রয়েছে শীর্ষে নদিয়া এবং হুগলি জেলা। যদিও মৃত্য়ুর অভিশাপ মুক্ত এখনও হতে পারেনি দুই ২৪ পরগণা, হাওড়া, মালদা, জলপাইগুড়ি।