বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ


যতই বৃষ্টি নামুক, জমুক কাদা জল, কাপেলরা কলকাতা ঘুরবেই। আবার অনেকরেই অন্যতম পছন্দ বৃষ্টি।  তাহলে তো সোনায় সোহাগা। কলকাতার এমন কতগুলি খাবার জায়গা রয়েছে, যেখানে বৃষ্টিতেই জমে ওঠে আসল মজা। খাওয়া দাওয়াও হবে, ঘুরে নেওয়াও হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কলকাতার কোথায় কোথায় সেই ঠিকানা। 
 

Asianet News Bangla | Published : Sep 24, 2020 10:17 AM IST
15
বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি,  রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ

ছবি জীভে জল আসলে ভাবুন, সামনে গেলে কী হবে। আটকানো যাবে জীবের জল। সব ডায়েট ধূলিস্মাত হবে, যেই ঢুকবেন কলেজস্ট্রীট চত্বরে।  মেডিক্য়াল এবং কলেজে স্কোয়ার বরাবর রাস্তায়। মন ভরে ভরে খান পেট পুরে খান। 

25

ব্যস্ততম দিনে  টজলদি মুখরোচক টিফিন, ব্রেড কাটলেট বানানোটা সহজ নয়। তাই আপনি অবশ্যই যদি দক্ষিণে থাকেন, তাহলে গোলপার্কের কাছে ক্য়থলিনের পাশে ছোট একটা দোকানের অসাধারণ টেস্টি কাটলেট খেতে ভূলবেন না। সঙ্গে ঘুরে নিন ঢাকুরিয়া লেকও।

35

তন্দুরী খেতে হলে অবশ্যই যেতে পারেন যাদবপুর ৮বি বাসস্ট্য়ান্ড চত্বরে। একের পর এক রেস্তরা বসে আছে আপনাকে তন্দুরি খাওয়ানোর জন্য।

45

ফিশ ফিঙ্গার পাওয়া যায় উত্তর কলকাতার কলেজ স্কোয়ার চত্তরে না হলে কালীঘাট এলাকাতেও এক সে বড় এক দোকান পেয়ে যাবেন। 

55

মনের মত হালকা বিরিয়ানি খেতে চাইলে সিমলা বিরিয়ানি কিংবা চলে যান সাউথ সিটি এবং লেকগার্ডেন্স চত্বরে। প্রচুর দোকান পেয়ে যাবেন মনের মত। নতুবা যাদবপুরের বাবুর্চিতে যেতে পারেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos