Published : Dec 05, 2020, 06:00 PM ISTUpdated : Dec 05, 2020, 06:04 PM IST
একের পর এক লকডাউনে দমবন্ধ লাইফ। এক ঘেয়েমি লাইফ আর ভাল লাগছে না। কিন্তু ভাবছেন এই পরিস্থিতি কোথায় যাবেন। তাহলে জেনে নিন এমন অনেক জায়গা আছে, কলকাতার একটু দূরেই। যেখানে যেতে আপনার বেশি খরচও হবে না। কিন্তু স্বর্গসুখ নিয়ে বাড়ি ফিরবেন।
ঘাটশিলা মূলত ঝাড়খন্ডের রাজ্য়ের পূর্ব সিংভূম জেলার একটি শহর। এর থেকে ১০ কিমি দূরেই গালুডি। পাহাড়-ঝর্ণা -নদী সব পাবেন, শুধু হাওড়া থেকে একটু ট্রেনে চেপে বসুন।
25
যেতে পারেন জামশেধপুরের ডিমনা লেক। কলকাতা থেকে হাওড়া হয়ে বেশি দূর মোটেই নয়। ৩ দিনের সফরে মন ভাল হয়ে যাবে।
35
এক শৃঙ্ঘওয়ালা গন্ডার দেখতে যেমন মজা, তেমনই জঙ্গলের পুরো নির্জনতা এক কথায় আপনাকে দেবে জলদাপাড়া অভয়ারণ্য। তোর্সা নদীর সংস্পর্শে আসলে আরও মন ভাল হয়ে যাবে। মন ভরে অভয়ারণ্য ঘুরে আসুন।
45
কলকাতার খুব কাছেই দীঘা-মন্দারমণি ঘুরে আসতে পারেন। বছর শেষে এই সময়টা খুবই সুন্দর। হাওড়া থেকে ট্রেন বা বাসে ঘুরে আসুন ২ দিনের সময় নিয়ে।
55
পুরো শীত পড়ার আগেই ঘুরে আসুন শিলিগুড়ি-জলপাইগুড়ি। শপিং করতে পছন্দ করলে শিলিগুড়ি আপনার বেশ ভাল লাগবে। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে চেপে আজই বেরিয়ে পড়ুন।