-জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের উন্নয়ন ও ভাষা-সহ নানা বিষয়ের ওপর আলোচনা করেন। উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি ও তাদের সংস্কৃতি নিয়েও কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।
27
-কোচবিহারের বিজেপি সাংসদ নীতিশ প্রামাণিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের মানুষজনের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন। সেইসঙ্গে সেখাকার বিভিন্ন জনজাতিদের অবস্থা, তাদের ভাষা ও উন্নয়ন নিয়েও কথা বলেন।
37
-দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা আয়ূসমন্ত্রকের মন্ত্রী শীপাদ নায়েকের সঙ্গে দেখা করেন। দার্জিলিঙে কেন্দ্রীয় সরকারের উদ্য়োগে যাতে একটি আয়ুর্বেদ আরোগ্য় কেন্দ্র হতে পারে, সেইসঙ্গে ঐতিহ্য়বাহী ওষুধ ও নেচারোপ্য়াথির একটি প্রতিষ্ঠান খোলা যায়, সেই নিয়েই দুজনের মধ্য়ে আলোচনা হয়।
47
-আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা কেন্দ্রীয় সংখ্য়ালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভির সঙ্গে কথা বলেন উত্তরবঙ্গের সংখ্য়ালঘুদের উন্নয়ন নিয়ে। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু যোজনা চালু করা হবে জানিয়েছেন নাকভি।
57
-বাদ নেই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ও। তিনিও সম্প্রতি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীকে দক্ষিণেশ্বর কালীর একটি ছবিও উপহার দেন হুগলির সাংসদ।
67
-বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ মোদীর সঙ্গে দেখা করেন সম্প্রতি সংসদভবনে।
77
-পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্য়োতির্ময় মাহাতো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। মোদীর কাছে জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে একটি প্রস্তাব দেন।