ফিরে দেখা ২০২০, বিনোদন থেকে খেলার জগত, সকলকে কাঁদিয়ে চির বিদায়ে যে বঙ্গ সন্তানেরা

Published : Dec 31, 2020, 11:12 AM IST

দেখতে দেখতে আরও একটা বছর শেষ। অন্তীম লগ্নে এসে আরও একবার ফিরে দেখা ক্যালেন্ডারে থাকা বারোটা পাতা। বর্ষবরণে উৎসবের মরসুমে মেতেছে যখন গোটা দেশ, তখনই কোথাও যেন থেকে যায় বিষাদের সুর। ২০২০-তে বাংলার কোল খালি করে চলে গিয়েছেন বহু কিংবদন্তী, যাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে গোটা দেশের হৃদয়ে। 

PREV
112
ফিরে দেখা ২০২০, বিনোদন থেকে খেলার জগত, সকলকে কাঁদিয়ে চির বিদায়ে যে বঙ্গ সন্তানেরা

প্রণব মুখোপাধ্যায়- ভারতের প্রথম রাষ্ট্রপতী যিনি ছিলেন বাঙালি। বাংলার সেই গর্বই সকল মায়া ত্যাগ করে ১৩ অগাস্ট ২০২০ সকলকে ছেড়ে চলে যান শেষ যাত্রায়। 

212

সৌমিত্র চট্টোপাধ্যায়- কেবল বাংলার চলচ্চিত্র জগত নয়, গোটা বিশ্বের দরবারে কিংবদন্তী এই অভিনেতার শিল্পগুণ ছড়িয়ে পড়েছিল। ১৫ নভেম্বর ২০২০ সকলকে কাঁদিয়ে চির বিদায় নেয় সৌমিত্র চট্টোপাধ্যায়। 

312

তাপস পাল- মাত্র ৬১ বছর বয়সেই সকলকে কাঁদিয়ে চলে যান সাগেব। বাংলার ঘরের প্রিয় তারকা তাপস পালের মৃত্যু ঘটে ৮ ফেব্রুয়ারী ২০২০। 

412

শ্যামল চক্রবর্তী- করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। ৬ অগাস্ট হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

512

পিকে বন্দ্যোপাধ্যায়- ভারতের ফুটবল জগতে এক উল্লেখ যোগ্য নাম পিকে বন্দ্যোপাধ্যায়। রেলের হয়ে খেলতে খেলতেই নিজের জায়গগা পাকা করেন টিমে। সেই লেজেন্ড সকলকে ছেড়ে চলে যান ২০ মার্চ ২০২০। 

612

চুনী গোস্বামী- মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২। কিংবদন্তী ফুটবল খেলোয়ারের মৃত্যুতে নেমে এসেছিল শোকের ছায়া। ৩০ এপ্রিল মৃত্যু ঘটে তাঁর। 

712

বাসু চট্টোপাধ্যায়- কিংবদন্তী পরিচালক তথা নাট্যকার বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘয়টে ৪ জুন ২০২০। তাঁর প্রয়াণ বিনোদন জগতের এক বড় ধ্বস। 
 

812

সোমেন মিত্র- প্রদেশ কংগ্রেসের সভাপতী সোমেন মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ৩০ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

912

মনু মুখোপাধ্যায়- সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের কয়েকদিনের মধ্যেই প্রয়াত হন জয়বাবা ফেলুনাথ ছবির অন্যতম চরিত্র 'মছলিবাবা'-ও। ৬ ডিসেম্বর অভিনেতা মনু মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

1012

সন্তু মুখোপাধ্যায়- বিখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে ১১ মার্চ ২০২০। শেষ সময় বিধিন্ন ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকের ড্রইংরুমে ছিল অভিনেতার বাস। 

1112

শর্বরী দত্ত- ১৯ সেপ্টেম্বর ২০২০ নিজের বাড়িতেই পড়ে গিয়ে মৃত্যু ঘটে শর্বরী দত্তের। ফ্যাশন জগতের এক উজ্জ্বল লক্ষত্র ছিলেন শর্বরী দত্ত। 

1212

নিখিল নন্দী- ২৯ ডিসেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীয়াজগতের নক্ষত্র নিখিল নন্দী।  দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার। 

click me!

Recommended Stories