দেখতে দেখতে আরও একটা বছর শেষ। অন্তীম লগ্নে এসে আরও একবার ফিরে দেখা ক্যালেন্ডারে থাকা বারোটা পাতা। বর্ষবরণে উৎসবের মরসুমে মেতেছে যখন গোটা দেশ, তখনই কোথাও যেন থেকে যায় বিষাদের সুর। ২০২০-তে বাংলার কোল খালি করে চলে গিয়েছেন বহু কিংবদন্তী, যাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে গোটা দেশের হৃদয়ে।