উইন্ডি আরও যা দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতার সঙ্গে সঙ্গে হাওড়া এবং হুগলির একটা অংশ-ও আমফানের মূল যাত্রাপথের কবলে আসতে পারে। যার ফলে চন্দনগর, হাওড়া, শ্রীরামপুর, চূচূড়া-র মতো প্রাচীন শহরগুলি-তে আমফানের তীব্র ধাক্কা অনুভূত হওয়ার আশঙ্কা থাকছে। কলকাতা একদম লাগোয়া বালি, বেলুড়, দক্ষিণেশ্বর, বারাসাত, সোনারপুর, গড়িয়া, ভাঙর, হাসনাবাদ, বসিরহাট, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ডহারবারও প্রবলভাবে প্রভাবিত হতে পারে।