সবে পৃথিবীর আলো দেখেছে সে। মা তাঁর সন্তানকে কাছছাড়া করতে চাইলেন না। কিন্তু হাসপাতাল বাঁধা দিল। এনআইসিইউ অর্থাৎ নিওটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে মাকে রাখা যাবে না সাফ জানাল হাসপাতাল। অবশেষে শিশুটি মাঝ রাত অবধি মা ছাড়াই কাটাল। তারপর সে ২৯ দিন সফর শেষে চলে গেল। রাত আড়াইটেই শিশুটির মৃত্যুর কথা মাকে জানানো হাসপাতাল। ঘটনায় ওই হাসপাতালকে দোষী সাব্যস্ত করে জরিমানা করল কমিশন। অপরদিকে ফের কাঠগড়ায় ডিসান।