বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে রেকর্ড আক্রান্ত। একদিনে কলকাতায় ৬৬০ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার জীবাণু। কলকাতায় এই অবধি করোনায় মোট আক্রান্ত হয়েছে, ৫১ হজার ৮৫০ জন। এদিকে উত্তর ২৪ পরগণায় ৬৩২ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার জীবাণু।