নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা, হলুদ সতর্কতা জারি কলকাতায়

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। মাঝে মধ্যে কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টি হয়েই চলেছে। আজ সারাদিনই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। 
 

Maitreyi Mukherjee | Published : Sep 14, 2021 1:20 PM IST
19
নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা, হলুদ সতর্কতা জারি কলকাতায়

টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। এর ফলে সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা। হাঁটু জল পেরিয়ে হাসপাতালে যেতে হচ্ছে তাঁদের। 

29

প্রবল বর্ষণে কাঁথি হাসপাতাল সংলগ্ন রাস্তা জলের তলায় চলে গিয়েছে। দোকানের মধ্যেই জল ঢুকে পড়েছে। জল পেরিয়ে হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের। মূলত ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় এই জল জমে যায় বলে অভিযোগ এলাকাবাসীর।

39

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গভীর নিম্নচাপ এই মুহূর্তে উত্তর ছত্রিশগড়ে বিরাজ করছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের শক্তি একটু কমবে। বাংলা থেকে নিম্নচাপ অনেকটা দূরে রয়েছে। কিন্তু, নিম্নচাপের হাওয়া বইছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। তার ফলেই দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ ও আগামীকাল বৃষ্টি হবে।

49

আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। এছাড়া কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়াতে ভারী বৃষ্টি হবে। আগামীকাল বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। 

59

সকাল থেকেই কলকাতা, সল্টলেক ও দমদমে ভারী বৃষ্টি হচ্ছে। আর তার জেরে বিভিন্ন এলাকায় জল জম গিয়েছে। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও অফিস যাত্রীদের। 

69

টানা বৃষ্টির জেরে দুই পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

79

কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।

89

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের কয়েকটি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি হবে না সেখানে।

99

নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। সেই কারণে উপকূল একালায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

Share this Photo Gallery
click me!

Latest Videos