কলকাতা সহ সখের বাজার, বেহালা বাজারে দোকানে হানা দিল ইবি। বাদ যায়নি মাছ বাজারও। ৩ জন আধিকারিক সহ ইবি অফিসাররেরা আজ বেহালা বাজারে এসে বাজারের আলু, সবজি, মাছের দাম দেখে নোট করে নিয়ে যান। এছাড়া ব্যবসায়ীদের সাথে কথা বলেন, যে তাঁরা কি দামে কাচা মাল কিনছেন ও ক্রেতাদেরকে কি দামে বিক্রি করছেন।