করোনা আবহে এমনিতেই মানুষের কাজ নেই। তার উপর বাজারে আলুর দামে আগুন। চড়া দাম অন্য়ান্য় সবজিতেও। দাম নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সাতসকালেই কলকাতার একাধিক বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কলকাতা সহ সখের বাজার, বেহালা বাজারে দোকানে হানা দিল ইবি। বাদ যায়নি মাছ বাজারও। ৩ জন আধিকারিক সহ ইবি অফিসাররেরা আজ বেহালা বাজারে এসে বাজারের আলু, সবজি, মাছের দাম দেখে নোট করে নিয়ে যান। এছাড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, যে তাঁরা কি দামে কাচা মাল কিনছেন ও ক্রেতাদেরকে কি দামে বিক্রি করছেন। করোনা-সঙ্কটে রাজ্যজুড়ে আলুর বেআইনি কারবারি রুখতে ময়দানে নেমেছে ইবি। প্রয়োজনে অভিযুক্ত বিক্রেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপও করবে রাজ্য।