অপরদিকে, আলুর দামে আগুন লাগতেই কলকাতার একাধিক বাজারে ইবি আধিকারিকরা পরিদর্শনে যান। এরপরেই আলুর নির্দিষ্ট দাম বেঁধে দেয় নবান্ন। সরকারি নির্দেশিকা স্পষ্ট, পাইকারি ব্যবসায়ীরা ২২ টাকায় প্রতি কেজি হিসাবে আলু কিনে ২৫ টাকায় খুচরো ব্যবসায়ীদের বিক্রি করবেন। আর, খুচরো বাজারে সাধারণ মানুষকে ২৭ টাকা দরে বিক্রি করতেই হবে।