ভবানীপুর ৭৫ পল্লী ক্লাবের খুঁটি পুজোয় বিশিষ্টদের সমাহার, তালিকায় ফিরহাদ ও শোভনদেব

আজকের খুঁটি পুজোর অনুষ্ঠানটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠেছিল। তাঁদের মধ্যে ছিলেন কলকাতার মেয়র, তথা দায়িত্বে থাকা পরিবহণ ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ ববি হাকিম। পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী অঞ্চলের বিধায়ক শ্রী দেবাশীষ কুমার এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। 

Sahely Sen | / Updated: Jul 24 2022, 09:14 PM IST
15
ভবানীপুর ৭৫ পল্লী ক্লাবের খুঁটি পুজোয় বিশিষ্টদের সমাহার, তালিকায় ফিরহাদ ও শোভনদেব

ভবানীপুর ৭৫ পল্লী ক্লাবে আজ রবিবার খুঁটি পুজোর সাথে হয়ে গেল ২০২২ সালের শারদীয় অনুষ্ঠানের সূচনা। নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে ভবানীপুরে ১/১ সি, দেবেন্দ্র ঘোষ রোডে আয়োজিত হয় এই দুর্গা পূজা। ভবানীপুর ৭৫ পল্লীর পুজো তার উদ্ভাবনী ধারণা এবং উদযাপনের জন্য শহরের অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো।

25

এই পুজো বিশেষভাবে বিখ্যাত তার অনন্য শৈলীর প্যান্ডেলের জন্য। এটিতে ক্লাব কমিটির সামাজিক কাজের জন্য
সারা বছর ধরেই  বিভিন্ন কার্যকলাপ চলতে থাকে। বছরের পর বছর ধরে বহু সিনিয়র রাজনীতিবিদ, টলিউডের সেলিব্রিটি, থিয়েটার ব্যক্তিত্ব, প্রখ্যাত সাহিত্যিক, শিল্পপতি সহ সমাজের বহু তারকারা নিয়ম করে এই পুজো পরিদর্শন করেছেন এবং এটিকে সফল করে তুলতে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন।
 

35

আজকের খুঁটি পুজোর অনুষ্ঠানটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠেছিল। তাঁদের মধ্যে ছিলেন কলকাতার মেয়র, তথা দায়িত্বে থাকা পরিবহণ ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ ববি হাকিম। পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী অঞ্চলের বিধায়ক শ্রী দেবাশীষ কুমার, সমাজকর্মী শ্রী কার্তিক ব্যানার্জি, ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী পাপিয়া সিং, ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সন্দীপ রঞ্জন বক্সী, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অসীম বসু, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক শ্রী সায়ান দেব চ্যাটার্জি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী বাবুন ব্যানার্জি এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
 

45

দুর্গাপুজো মানেই বাঙালির সারা বছরের প্রতীক্ষা এবং আবেগ। এই জুলাই মাসের বৃষ্টির মধ্যেই সারা শহর জুড়ে খুঁটি পূজার সাথে সাথে বেজে গিয়েছে দুর্গাপুজোর ঢাক। আজ এত বিখ্যাত ব্যক্তিদের সমাগমে ভবানীপুর ৭৫ পল্লী সূচনা করল তাদের নামজাদা দুর্গাপুজো। ৭৫ পল্লীর সদস্যরা এই উদযাপনের জন্য অত্যন্ত গর্বিত।

55

অনেক ঐশ্বর্য এবং সৃজনশীলতা সঙ্গে তাদের দুর্গাপুজোর ৫৮তম বছরটি পুজো কমিটি সর্বদা সমসাময়িক সকল পুজোর মধ্যে একটি বিশেষ স্থান তৈরি করে নেওয়ার চেষ্টা করেছে। ধারণা এবং চিন্তা প্রক্রিয়ার মাধ্যমে ভবানীপুর ৭৫ পল্লীর এবছরের পুজোয় স্বতন্ত্রতা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তাদের এবছরের থিম সৃষ্টি, প্রতিমা, পরিবেশ, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। ৭৫ পল্লী তার অত্যাধুনিক শিল্পের জন্য দর্শকমহলে সুপরিচিত। এই সংগঠন বছরের পর বছর ধরে উপস্থাপনা করে আসছে এবং আশা করা অন্যান্য সব পুরনো রেকর্ড ভেঙে এই বছরের পুজো আরও মহৎ হবে।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos