রাস্তার জুড়ে সরস্বতী, শেষ রাতে মিলছে বিস্তর ডিসকাউন্ট

হাত আর মাত্র একটা রাত। বুধবার সকালেই পড়ছে পঞ্চমীর মহাতিথি। তাই শেষ পর্যায় সরস্বতী প্রতীমা কেনার জন্য শহরের আনাচে কানাচে উপচে পড়া ভিড়। বেলেঘাটা থেকে কুমারটুলি, ব্যাঙ্ক অব ইন্ডিয়া চত্বরে সারি সারি ঠাকুরের মেলা।

Jayita Chandra | Published : Jan 28, 2020 1:07 PM IST / Updated: Jan 28 2020, 06:44 PM IST

18
রাস্তার জুড়ে সরস্বতী, শেষ রাতে মিলছে বিস্তর ডিসকাউন্ট
হাতে আর মাত্র একটা রাত। এরই মাঝে বাড়ি থেকে স্কুল কলেজ সবস্বতী কেনার হিরিকে রাস্তায় রাস্তায় জানজট।
28
শেষ রাতে মাতৃপ্রতীমার ওপর মিলছে বিস্তর ছাড়। এক বেগদ সরস্বতীর দাম পড়ছে ৭০ থেকে ১০০ টাকা।
38
খানিক বড় সবস্বতীর দাম পড়ছে ২৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।
48
বড় ঠাকুরের ক্ষেত্রে দাম নির্ভর করছে তার সাইজ, সাজের ওপর। তবুও শেষ বেলাতে সরস্বতী বিক্রির ঘটা বেড়ে উঠল। পাশাপাশি শেষ সময় ক্রেতাদের ভিড় বাড়ছে সর্বত্র।
58
সোমবার সেভাবে বিক্রি হয়নি ঠাকুর। রবিবার থেকেই বসেছে রাস্তা জুড়ে সরস্বতীর মেলা। মঙ্গলবার হু-হু করে বিকচ্ছে প্রতীমা।
68
পড়ুয়াদের ঢল রাস্তায় রাস্তায়। শেষ সময় দাম কমেছে বিস্তর। বুধবার বৃষ্টির সম্ভাবনা। তাই মঙ্গলবারই কেনাকাটার পর্ব সারছেন সকলে।
78
বাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ, একে একে প্রতীমা পাড়ি দিচ্ছে সর্বত্র।
88
প্রতীমার পাশাপাশি সাজের দোকানেও উপচে পড়া ভিড়। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos