ফের লাফিয়ে বাড়ল গ্যাসের দাম। পেট্রোল-ডিজেলের মূল্য়বৃদ্ধির পর রান্নার ব্যবহৃত গ্য়াসের দামও বাড়ল। ৫ দিন আগেই বেড়েছিল দাম। সোমবার ফের চড়ল রান্নার গ্য়াসের দাম। এবার গ্য়াস কিনতে লাগবে ৮৪৫.৫০ টাকা।
সোমবার ফের চড়ল রান্নার গ্য়াসের দাম। এবার গ্য়াস কিনতে লাগবে ৮৪৫.৫০ টাকা।
রাষ্ট্রয়ত্ত তেল সংস্থাগুলি এখন নিয়ম করে মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। প্রতিমাসের শুরুতেই জানানো হয় সিলিন্ডারের নতুন দাম।
তবে এবার এই নিয়ে এমাসে ৪ বার মূল্যবৃদ্ধি হল। এর আগে ৪, ১৫, ২৪ তারিখেও একইভাবে দাম বেড়েছিল।
গত মাস পর্যন্ত ৭২০ টাকা ৫০ পয়সা দিয়ে রান্নার গ্যাস কিনতেন আমজনতা। তবে পেট্রোল-ডিজেলের দাম কিছুদিন ধরে লাফিয়ে বাড়ছে।
দেশের একাধিক শহরে পেট্রোলের দাম ইতিমধ্য়েই পেরিয়ে ১০০ টাকা। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম।
এর মূল কারণ রান্নার গ্যাস তৈরি হয় অপরিশোধিত পেট্রোলিয়াম থেকেই।