করোনা পরিস্থিতিতে সবাই যখন রোজগার হারিয়েছে। খাবার কেনারও অর্থটুকুও নেই। তাঁদের মুখে হাসি ফোটাল যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন। পেট ভরে ভাত খাইয়ে, ক্ষিদের আগুন বুজিয়ে দিল তাঁরা। আর এমনই এক কঠিন পরিস্থিতিতে তাঁদের সঙ্গে আলাপ হয় দুঃস্থ পরিবারের মেয়ে তুলির সঙ্গে। যার নিস্পাপ মুখ দেখে ভালবেসে নিজের করে নেয় যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন।
লকডাউনের দিনে রাস্তায় যানবাহন চলাচল নিষিদ্ধ। কিন্তু যাদবপুরে 'শ্রমজীবী ক্যান্টিন যাচ্ছি' বললে সাধারণত পুলিশ এখানে কিছু করে না। সেকারণেই বড় রাস্তা ধরে না এসে ভেতরের গলিপথ ধরে রিক্সাচালক রা আসেন, দূরদূরান্ত থেকে। নিঃশব্দে এসে লাইনে দাঁড়িয়ে খাবার নেন, চলে যান। সেইরকম ভাবেই পরিচয় ছোট্ট 'তুলি'র সঙ্গেও। জানাল যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন।