চলতি বছরে যারা অঞ্জলি দেবে তাদের জন্য মণ্ডপের ভিতরে বড় জায়ান্ট স্ক্রিন বসানো হবে। সেখানেই তাঁরা অঞ্জলি দেবেন। অন্যান্যবার যেভাবে মানুষের ঢল দেখা যেত, ৫০ জন করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হত। কিন্তু এবারের পরিস্থিতিটা অন্যরকম। সেই কারণে মানুষের ভিড় কেমন হয় সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। খুঁটি পুজো শেষ হতে এবার সবার দিন গুনে অপেক্ষা, কবে আসবে উমা মা।