মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ও পুর-প্রশাসক ফিরহাদ হাকিম। ২০১৬ সালে নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ৫১ লক্ষ ৬০ হাজার ১৮৩ টাকার নিজস্ব সম্পত্তি রয়েছে ফিরহাদ হাকিমের। এছাড়াও, তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ লক্ষ ৭৯ হাজার ৯৩৫ টাকা। করোনা পরিস্থিতিতে পুরসভার মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে পুর-প্রশাসকের দায়িত্বে রয়েছেন ফিরহাদ। তাঁর নাম ফিরহাদ হলেও তাঁকে সবাই ববি হাকিম বলেই চেনেন। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।