কলকাতার মেয়র-প্রশাসক, রাজ্যের মন্ত্রী, জেনে নেওয়া যাক ফিরহাদের সম্পত্তির পরিমাণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ও পুর-প্রশাসক ফিরহাদ হাকিম। ২০১৬ সালে নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ৫১  লক্ষ ৬০ হাজার ১৮৩ টাকার নিজস্ব সম্পত্তি রয়েছে ফিরহাদ হাকিমের। এছাড়াও, তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ লক্ষ ৭৯ হাজার ৯৩৫ টাকা। করোনা পরিস্থিতিতে পুরসভার মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে পুর-প্রশাসকের দায়িত্বে রয়েছেন ফিরহাদ। তাঁর নাম ফিরহাদ হলেও তাঁকে সবাই ববি হাকিম বলেই চেনেন। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য। 

Asianet News Bangla | Published : Nov 23, 2020 1:15 PM IST / Updated: Nov 24 2020, 09:12 AM IST
115
কলকাতার মেয়র-প্রশাসক, রাজ্যের মন্ত্রী, জেনে নেওয়া যাক ফিরহাদের সম্পত্তির পরিমাণ

ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন সফল রাজনীতিবিদ।২০১৬ সালে নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ৫১  লক্ষ ৬০ হাজার ১৮৩ টাকার নিজস্ব সম্পত্তি রয়েছে ফিরহাদ হাকিমের। ব্যবসায়ীক ঘরোনা থেকে রাজনীতিতে একজন সফল ব্যক্তি।

215

এছাড়াও, নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী তাঁর স্ত্রী ইসমাত হাকিমের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ লক্ষ ৭৯ হাজার ৯৩৫ টাকা। তাঁর মেয়ে আফশা হাকিমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ৬৮৪ টাকা।

315

১৯৫৯ সালে ১ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন ফিরহাদ হাকিম। বাবা আবদুল হাকিম কলকাতা বন্দরের আইনজ্ঞ ছিলেন। তাঁর নাম ফিরহাদ হলেও, লোকে তাঁকে ববি হাকিম বলেই চেনেন।

415

২০১৬ পর্যন্ত মন্ত্রী ফিরহাদ হাকিমের নগদ টাকার পরিমাণ ছিল ২ লক্ষ ৬৭ হাজার ৪৬৯ টাকা। পাশাপাশি, তাঁর স্ত্রীর নগদ টাকার পরিমাণ ৩ লক্ষ ১০ হাজার টাকা। 

515

এবার জেনে নেওয়া যাক কোন ব্যাঙ্কে কত টাকা জমা রয়েছে ফিরহাদ হাকিমের। ইউবিআই ব্যাঙ্কের চেতলা শাখায় সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে ১ লক্ষ ২৭ হাজার ২৫৮ টাকা। ওই শাখাতেই তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রয়েছে ৬৪ হাজার ১০৬ টাকা। 

615

নিউ আলিপুরে এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় সেভিংস অ্যাকাউন্টে টাকার পরিমাণ ১৩ লক্ষ ৭৭ হাজার ২৯৬ টাকা। এইচডিএফসির ওই শাখাতেই তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রয়েছে ১১ লক্ষ ১৭ হাজার ৮৮৫ টাকা।

715

কলকাতায় স্টেট ব্যাঙ্কের প্রধান শাখায় গুচ্ছিত টাকার পরিমাণ ১৬ লক্ষ ৪৪ হাজার ২৮৯ টাকা। অন্যদিকে, এসবিআই চেতলা শাখায় তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে গুচ্ছিত টাকার পরিমাণ ২৫ হাজার ৪৫৯ টাকা। 

815

ইবিআই ব্যাঙ্কের চেতলা শাখায় ফিরহাদের নামে ফিক্সড ডিপোজিট রয়েছে ৫৭ লক্ষ ৮০ হাজার ৫৭৩ টাকা। অন্যদিকে, নিউ আলিপুরে ও যোধপুরে এইচডিএফি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৪৪ লক্ষ ৯ হাজার ৯১৪ টাকা। 

915

এছাড়াও, ইউবিআই চেতলা ব্রাঞ্চে হাকিম কেমিক্যাল সংস্থার নামে ৬৩ লক্ষ ৩৫ হাজার ২৭৩ টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। ফিরহাদ হাকিমের স্ত্রী নামে ইউবিআই ব্যাঙ্কের চেতলা শাখায় প্রভিডেন্ট ফান্ড রয়েছে ১৩ লক্ষ ৫৬ হাজার ১০ টাকা। 

1015

অন্যদিকে, এইচডিএফসি ব্যাঙ্কের যোধপুর পার্ক শাখায় ফিরহাদ হাকিমের প্রভিডেন্ট ফান্ডে টাকা রয়েছে ১০ লক্ষ ৮২ হাজার ৬৯২ টাকা। এছাড়াও, তাঁর নামে কোম্পানি শেয়ারের পরিমাণ ২ লক্ষ ২৭ হাজার ২ টাকা।

1115

ফিরহাদের স্ত্রী ইসমাত থাতুনের নামে কোম্পানি শেয়ার রয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৬১৪ টাকা। মিউচুয়াল ফান্ড রয়েছে ১৫ হাজার টাকার।

1215

এছাড়াও আলিপুর পোস্ট অফিসে এমআইএস রয়েছে ৫ লক্ষ ৫২ হাজার টাকা। ওই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৮ হাজার ৩৬০ টাকা।

1315

ফিরহাদ হাকিমের ঋণের পরিমাণ ১ লক্ষ ৪৬ হাজার ৫৩৮ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী ইসমাত হাকিমের ঋণের পরিমাণ ১০ লক্ষ ১৯ হাজার ৩৭৫ টাকা। 

1415

এছাড়াও, ফিরহাদের ব্যবসায়ী সংস্থার নামে তিনটি গাড়ি রয়েছে একটি টাটা সুমো। মূল্য ৪ লক্ষ ৫৪ হাজার ৪০০ টাকা। তাঁর ব্যক্তিগত গয়নার পরিমাণ ১৩.৭ গ্রাম। মূল্য ২৮ হাজার ৭৬৫ টাকা। তাঁর স্ত্রীর গয়নার পরিমাণ ৪২০.৩০ গ্রাম। মূল্য় ১০ লক্ষ ৪৭ হাজার ৬৬৭ টাকা।

1515

এছাড়াও, ব্যক্তিগত ব্যবসায়ীক মূলধন রয়েছে ৪৮ লক্ষ ৮৯ হাজার ৭৩৭ টাকা। একইভাবে তাঁর স্ত্রীর ব্যবসায়ীক মূলধনের পরিমাণ ৭৫ লক্ষ ১৮ হাজার ৯০৫ টাকা। ২০১৬-র বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনে মনোনয়নের সময় দেওয়া তথ্য থেকে মন্ত্রী ফিরহাদ হাকিমের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ জানা গেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos