উত্তর কলকাতার ঠনঠনিয়া কলীবাড়ি পেরিয়ে শ্রীমানি মার্কেটের পাশেই কপিলা আশ্রম। যেখানে কিছু আগেই বোর্ডে লেখা থাকত, একজন ২টি গ্লাস চেয়ে লজ্জা দেবেন না। ১১০ বছরের এই পুরোনো দোকানে কেশর মালাই , রোজ মালাই, আবার খাই, আমের শরবত খেতে ভীড় জমাতেন উত্তম-সুচিত্রা সহ আরও নামীদামি অভিনেতা অভিনেত্রীরাও।