৮ বছর পর পদ্মাপারের ইলিশ শহরে ঢুকতেই ফুরুৎ, সন্ধের বাজারের অপেক্ষায় কলকাতাবাসী

  প্রায় ৮ বছর পার করে কলকাতার বাজারে পদ্মা পারে ইলিশ এসে পৌছেছে। শেষবার ছিল ২০১২ সালে। তারপরেই নিষেধাজ্ঞা জারি হয়। তবে  ইতিমধ্যেই  কলকাতার বাজারে পদ্মার ইলিশের যা যোগান মিলেছে, বুধবার সকালের মধ্যেই তা শেষ। পেট্রোপোল পেরিয়ে সবে প্রথম দফায় ২০ টন ইলিশ কলকাতায় বাজারে ঢুকেছে। তবে পশ্চিমবঙ্গে মোট ১৪৫০ টন পদ্মার টাটকা ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার।  কলকাতায় লেক মার্কেটে এক মৎস ব্য়বসায়ী জানিয়েছেন, তাঁদের বাজারে বাংলাদেশের ৬০০ কেজি ইলিশ এসেছে। এদিকে দাম চড়া থাকলেও  কয়েকঘন্টার মধ্য়ে ৮০ ভাগ ইলিশ বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কলকাতায় লেক মার্কেটে ওই মৎস ব্য়বসায়ী। তবে সন্ধের বাজার অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী।

Ritam Talukder | Published : Sep 16, 2020 11:55 AM IST

17
৮ বছর পর পদ্মাপারের ইলিশ শহরে ঢুকতেই ফুরুৎ, সন্ধের বাজারের অপেক্ষায় কলকাতাবাসী

 প্রায় ৮ বছর পার করে কলকাতার বাজারে পদ্মা পারে ইলিশ এসে পৌছেছে। শেষবার ছিল ২০১২ সালে। তারপরেই নিষেধাজ্ঞা জারি হয়। তবে  ইতিমধ্যেই  কলকাতার বাজারে পদ্মার ইলিশের যা যোগান মিলেছে, বুধবার সকালের মধ্যেই তা শেষ।

27


পেট্রোপোল পেরিয়ে সবে প্রথম দফায় ২০ টন ইলিশ কলকাতায় বাজারে ঢুকেছে। তবে পশ্চিমবঙ্গে মোট ১৪৫০ টন পদ্মার টাটকা ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার।  

37

 ইলিশ ব্য়বসায়ীদের বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকার। এবার পদ্মা, যমুনা সহ যমুনা সাগরে প্রচুর ইলিশ উঠেছে। তারই মধ্যে ১৪৫০ টন পদ্মার টাটকা ইলিশ অক্টোবারের মধ্যে সম্পূর্ণটাই কলকাতায় এসে পৌছাবে।

47


কলকাতায় লেক মার্কেটে এক মৎস ব্য়বসায়ী জানিয়েছেন, তাঁদের বাজারে বাংলাদেশের ৬০০ কেজি ইলিশ এসেছে। ১.২ এবং ১.৩ কেজির ইলিশ ১৮০০ টাকায় বিক্রি হয়েছে। তবে দেড় কেজির ইলিশ বিকোচ্ছে ২০০০ টাকা প্রতি কেজি দরে। 

57

এদিকে দাম চড়া থাকলেও  কয়েকঘন্টার মধ্য়ে ৮০ ভাগ ইলিশ বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কলকাতায় লেক মার্কেটে ওই মৎস ব্য়বসায়ী। তবে সন্ধের বাজার অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী।
 

67


প্রসঙ্গত  চলতি বছরে বর্ষা ঢুকলেও কলকাতার বাজারে ইলিশের তেমন ভাবে দেখা নেই। আর এদিকে উলটপূরাণ এবার বাংলাদেশে। ঝাঁকে ঝাঁকে ইলিশ জালে ধরা পড়ায় দাম কমেছে অনেকটাই। বাংলাদেশে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকায়। ন্য়ায্য় দাম না মেলায় খুশি নন মৎসজীবীরা। তাই এবার রপ্তানির সিদ্ধান্ত।
 

77


উল্লেখ্য,  দুর্গা পুজো উপলক্ষে রাজ্য়কে পদ্মার টাটকা ইলিশ উপহার পাঠাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া উচিত' বলে সম্প্রতি  এমনটাই টুইট করে জানিয়েছেন মৎস রফতানি সংগঠনের  আধিকারিক সৈয়দ এ মকসুদ। স্বাভাবিকভাবেই পুজোর দিনগুলিতে পেটপুরে ইলিশ খাবে বাঙালি। 
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos