সোমবার থেকে যাত্রা শুরু করল আবার কলকাতা মেট্রো। করোনা আবহে প্রায় ১৭৬ দিন পর ফের চাকা গড়ালো পাতাল রেলের। মেট্রো সূত্রে খবর, সকাল ৮ টা থেকে সন্ধে ৭ পর্যন্ত মেট্রো পরিষেবা জারি থাকবে। অফিস টাইমে ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। তবে ই-পাস বাধ্যতামূলক। ই-পাসে বুকিং মিললেই তবে কলকাতা মেট্রোয় ভ্রমণ করা যাবে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।