রবিবার শহর ও শহরতলি আকাশ সারাদিনই কম-বেশী মেঘলা ছিল, তবে সূর্যাস্তের সময় কলকাতার আকাশে ছড়িয়ে আগুনে লাভার রঙ। রাজ্য়ে ইতিমধ্যেই একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। দিনভর কমবেশি কোথাও যাচ্ছে না বাদ। জল জমার আশঙ্কায় রয়েছে দক্ষিণ কলকাতা সহ উত্তর-দক্ষিণ দুই বঙ্গেরই বাসিন্দারা। এবং রবিবারই নিম্নচাপ সক্রিয় হতে পারে বলে সম্ভবনার কথা জানোন হয়েছিল। বৃষ্টি নিয়ে এইমুহূর্তে কী বলছে হাওয়া অফিস, এবার জেনে নেওয়া যাক।