শুধু কলকাতাতেই করোনা নিয়ে এই পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৫০, একদিনে মৃত ১৭

বাংলায় ফের একদিনে বাড়ল মৃতের সংখ্যা৷ শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের এবং তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন কলকাতার ১৭ জন৷ ৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৫৫ জনে৷ তুলনামূলক ভাবে একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ তবে এখনও পর্যন্ত করোনা নিয়ে রাজ্যে ৩ হাজার ৪৫২ জনের মৃত্যু হয়েছে৷   শুধু কলকাতাতেই করোনা নিয়ে এই পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৫০। রাজ্যে একদিনে আক্রান্ত ২,৯৭৮ জন৷ বৃহস্পতিবার ২,৯৮৪ জন৷ সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন৷ তবে একদিনে সুস্থও হয়ে উঠেছেন ৩,৩০৫ জন৷

Ritam Talukder | Published : Sep 5, 2020 4:05 AM IST

16
শুধু কলকাতাতেই করোনা নিয়ে এই পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৫০, একদিনে মৃত ১৭

শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,একদিনে মৃত্যু ৫৮ জনের৷ বৃহস্পতিবার  সংখ্যাটা ছিল ৫৫ জন৷ তুলনামূলক ভাবে একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ তবে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে ৩ হাজার ৪৫২ জনের মৃত্যু হয়েছে৷

26


শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে যে ৫৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৭ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন,দক্ষিণ ২৪ পরগনার ৫ জন, হাওড়া ৫ জন, হুগলি ২ জন, পশ্চিম বর্ধমান ২ জন,পূর্ব বর্ধমান ১ জন,পশ্চিম মেদিনীপুর ৫ জন, নদিয়া ১ জন, মুর্শিদাবাদ ২ জন, উত্তর দিনাজপুর ১ জন, দার্জিলিং ২ জন, আলিপুরদুয়ার ১ জন৷ 

36

রাজ্যে একদিনে আক্রান্ত ২,৯৭৮ জন৷ বৃহস্পতিবার ২,৯৮৪ জন৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন৷ এদিনও নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলকভাবে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷

46

একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৩০৫ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,৩৩৫ জনে৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৬৫৯ জন৷ 

56


 রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৪৮ শতাংশ৷ বৃহস্পতিবার যেটা ছিল ৮৪.০২ শতাংশ৷ বুধবার ছিল ৮৩.৫৩ শতাংশ৷ অর্থাৎ বাংলায় প্রতিদিনই বেড়ে চলেছে সুস্থ হয়ে ওঠার হার৷
 

66

অপরদিকে রাজ্যে ফের কমল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৪ হাজারের নিচে নেমে এল৷ বুলেটিনের তথ্য অনুযায়ী, ২৩ হাজার ৬৫৪ জন৷  

Share this Photo Gallery
click me!
Recommended Photos