রাজ্যে একদিনে যে ৫২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ৮ জন, উত্তর ২৪ পরগনার ১০ জন, দক্ষিণ ২৪ পরগনার ৫ জন, হাওড়া ১০ জন, হুগলি ১ জন, পশ্চিম বর্ধমান ২ জন, পূর্ব বর্ধমান ১ জন, পূর্ব মেদিনীপুর ৩ জন, পশ্চিম মেদিনীপুর ১ জন, পুরুলিয়া ১ জন, বাকুড়া ১ জন,নদিয়া ১ জন, জলপাইগুড়ি ১ জন, দার্জিলিং ৩ জন, কোচবিহার ২ জন, আলিপুরদুয়ার ২ জন৷