কলকাতায় সুস্থতাকে হার মানাল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা, দেখুন পর পর ছবি

কলকাতায় একদিনে বাড়ল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা। রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ৫৪১ জন৷ শনিবার এই সংখ্যাটা ছিল ৫৪৮ জনে৷ শহরে মোট প্রায় ৪৩ হাজারের বেশি  আক্রান্তের সংখ্যা৷ তথ্য অনুযায়ী,৪৩ হাজার ৮৪ জন৷ শহরে একদিনে সুস্থ হয়ে ওঠার চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি৷ একদিনে আক্রান্ত ৫৪১ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৪১৪ জন৷ এই মূহুর্তে শুধু কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৪ হাজার ২৯৪ জন৷ শনিবারের তুলনায় ১৩১ জন বেশি৷ সেদিন ছিল ৪ হাজার ১৬৩ জন৷
 

Asianet News Bangla | Published : Sep 7, 2020 6:54 AM IST / Updated: Sep 07 2020, 12:26 PM IST
16
কলকাতায় সুস্থতাকে হার মানাল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা, দেখুন পর পর ছবি

 কলকাতায় একদিনে বাড়ল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা। রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ৫৪১ জন৷ শনিবার এই সংখ্যাটা ছিল ৫৪৮ জনে৷ শহরে মোট প্রায় ৪৩ হাজারের বেশি  আক্রান্তের সংখ্যা৷ তথ্য অনুযায়ী,৪৩ হাজার ৮৪ জন৷

26


শহরে একদিনে সুস্থ হয়ে ওঠার চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি৷ একদিনে আক্রান্ত ৫৪১ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৪১৪ জন৷
 

36


এই মূহুর্তে শুধু কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৪ হাজার ২৯৪ জন৷ শনিবারের তুলনায় ১৩১ জন বেশি৷ সেদিন ছিল ৪ হাজার ১৬৩ জন৷
 

46

  রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে মাত্র ৮ জনের৷ শনিবার এই সংখ্যাটা ছিল ১৮ জনে৷ অর্থাৎ একদিনেই শহরে মৃতের সংখ্যা কমল ১০ জন৷ তবে সব মিলিয়ে কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৩৭৬ জনের৷

56

বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,   বাংলায়ও একদিনে কমেছে মৃতের সংখ্যা৷ একদিনে মৃত্যু হয়েছে ৫২ জনের৷ শনিবার ছিল ৫৮ জনে৷ তবে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে ৩ হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে৷

66

রাজ্যে একদিনে যে ৫২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ৮ জন, উত্তর ২৪ পরগনার ১০ জন, দক্ষিণ ২৪ পরগনার ৫ জন, হাওড়া ১০ জন, হুগলি ১ জন, পশ্চিম বর্ধমান ২ জন, পূর্ব বর্ধমান ১ জন, পূর্ব মেদিনীপুর ৩ জন, পশ্চিম মেদিনীপুর ১ জন, পুরুলিয়া ১ জন, বাকুড়া ১ জন,নদিয়া ১ জন, জলপাইগুড়ি ১ জন, দার্জিলিং ৩ জন, কোচবিহার ২ জন, আলিপুরদুয়ার ২ জন৷

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos