কোভিডে মৃত্যু শূন্য় বাংলার ১৭ জেলা, ফের সংক্রমণ বেড়ে ১ হাজার ছুঁইছুঁই

পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড সংক্রমণ ফের বেড়ে ১ হাজার ছুঁইছুঁই। একদিনে রাজ্যের ১৭ টি জেলায় কোনও মৃত্যু হয়নি। তবে এবার কোভিডের পাশপাশি  জিকা ভাইরাসকে নিয়ে বাড়ছে উদ্বেগ। একদিনের সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি- উত্তর ২৪ পরগণা,দুই মেদিনীপুর, দার্জিলিং,কোচবিহার, জলপাইগুড়ি। শনিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন,  ৯৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১৭  জনের। চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড পরিস্থিতি ছবিতে-ছবিতে।

Asianet News Bangla | Published : Jul 11, 2021 8:18 AM / Updated: Jul 11 2021, 09:07 AM IST
19
কোভিডে মৃত্যু শূন্য় বাংলার ১৭ জেলা, ফের সংক্রমণ বেড়ে ১ হাজার ছুঁইছুঁই

 
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৭ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৩ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা  ৪,৯৪৬।  উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৫ জনের।

29


শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৮৬   জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ৩০৯, ০৪৮ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৫,১১,২০৫ জন।  
 

39


করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৯৬ জন। তবে সংক্রমণে  সব জেলাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে উত্তর ২৪ পরগণা । দ্বিতীয় কলকাতা। তৃতীয় পূর্ব মেদিনীপুর, একদিনে আক্রান্ত ৮৩ জন।  
 

49

সংক্রমণে এখনও চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং।  করোনার নতুন ঢেউয়ে দার্জিলিং  একদিনে করোনা আক্রান্ত ৭৭ জন। কোভিডে একদিনের আক্রান্তে চতুর্থ স্থানে দার্জিলিং।

59

শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ৯৯৭  জন।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ১৫,৩০৪ জন।  
 

69

শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৩৩৬ জন।  

79


বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪, ৭৭,৯৯৮ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে পেরোল সেই মে মাসের গন্ডী।  বুধবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার  একদিনে  ৯৭.৮০ শতাংশ।
 

89

উল্লেখ্য, করোনা ভাইরাসের দোসর হয়ে এসেছিল ব্ল্যাক ফাঙ্গাস। কোভিড জয়ী হওয়ার পরেও থাবা বসাচ্ছিল কালো ছত্রাক। আর এবার চিন্তা বাড়াল জিকা ভাইরাস। ইতিমধ্যেই কেরলে আক্রান্ত হয়েছে ১৩ জন। 

99

সম্পূর্ণ সুস্থ শরীরের উপর হামলা চালাচ্ছে জিকা ভাইরাস। চোখের সমস্যা, মাথা ব্যাথা, সামান্য় জ্বর-এই রোগের উপসর্গ। বর্ষায় এই রোগের প্রকোপ বাড়তেই জনস্বার্থে সতর্কতা মূলক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ দফতর।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos