দ্বিতীয় দফা ভোটের দিনেই রেকর্ড সংক্রমণ রাজ্যে। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হলেন ১২৭৪ জন। এদিকে মাঝে গিয়েছে দোল উৎসব। সেখানেও সামাজিক দূরত্ব কার্যত শিকেয় উঠেছে। এবার মার্চের কোভির্ড গ্রাফকে ভেঙে দিয়ে ভয়াবহ নতুন রেকর্ড সংক্রমণ পশ্চিমবঙ্গে। এদিকে এমন পরিস্থিতিতে হাল ধরতে এবার রাজ্য়ের সকল মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে। যেখানে চিকিৎসা হবে করোনা রোগীদের। আলাদা করে ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরুপ নিগম। তবে বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।