মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণায় ১৫ জন, দক্ষিণ ২৪ পরগণায় ১ জন, হাওড়া ২ জন ,হুগলি ২ জন, পুরুলিয়া ১, নদিয়া ১, মুর্শিদাবাদ ১, মালদা ৪ জন এবং দার্জিলিং-কালিংপঙ-জলপাইগুড়িতে ১ জন করে মৃত্যু হয়েছে। বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,৬৫২ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,২০১।