মহারাষ্ট্রে লকডাউনের সম্ভাবনা, ফের রেকর্ড সংক্রমণে কী পরিস্থিতি বাংলায়

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ একসপ্তাহের মধ্যে দ্বিগুন আকার ধারণ করেছে। শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হলেন ১২৭৪ জন থেকে বেড়ে ১৭৩৩ ।  এবার মার্চের কোভির্ড গ্রাফকে ভেঙে দিয়ে  রেকর্ড সংক্রমণ পশ্চিমবঙ্গে। এদিকে করোনায় দেশের মধ্য়ে মহারাষ্ট্রেও ব্যাপক আকার ধারণ করেছে। এরই মাঝে লকডাউনের ইঙ্গিত দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরে। করোনা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক করলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এহেন কঠিন পরিস্থিতিতে শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।
 
 

Asianet News Bangla | Published : Apr 3, 2021 12:26 PM
17
মহারাষ্ট্রে লকডাউনের সম্ভাবনা, ফের রেকর্ড সংক্রমণে কী পরিস্থিতি বাংলায়

শুক্রবারে   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ২।  এবং হাওড়ায় মৃত্যু ২ জনের । বাংলায় মোট মৃতের সংখ্যা  ১০,৩৩৫ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১২৬।
 

27

শুক্রবারে স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন থেকে বেড়ে ৫১৩ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৪,৪৭৫ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৮৯,৯২২ জন।  

37


 উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৩৩১ জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয়   উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত    ১৭৩৩  জন।   
 

47

শুক্রবারে  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ৬ হাজার ৫১৩  থেকে ৭ হাজার ৬৯২  জন।  
 

57

শুক্রবারে স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫০  জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল    ৫৭১,৩৪৫ জন থেকে  ৫৭১,৮৯৫ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৬.৯৪।  


 

 

67


রাজ্যে কোভিড পরিস্থিতির হাল ধরতে এবার রাজ্য়ের সকল মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে। যেখানে চিকিৎসা হবে করোনা রোগীদের। আলাদা করে ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরুপ নিগম।
 

77

এদিকে করোনায় দেশের মধ্য়ে মহারাষ্ট্রেও ব্যাপক আকার ধারণ করেছে। এরই মাঝে লকডাউনের ইঙ্গিত দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরে। করোনা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক করলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos