পশ্চিমবঙ্গে ১ মাসের মধ্য়ে একদিনের করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৮ গুনেরও বেশি। ৪ মার্চে স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে সংক্রমণের সংখ্যাটা ছিল ২০৯। এদিকে মার্চ পেরিয়ে এপ্রিলে পা দিতেই তা প্রায় ৮ গুন বেড়ে দাড়িয়েছে ১৭৩৬-এ। শুধু এখানেই শেষ নয় মার্চে একদিনে মৃত্যু সংখ্যা ছিল ১ এবং এপ্রিলে তাও বেড়ে ৫ এ দাঁড়িয়েছে। ৯৭.৬৫ থেকে ৯৬.৭৬- সুস্থতার হারও হুহু করে নীচে নামছে ক্রমশ। এহেন পরিস্থিতি নিয়ে রীতিমত চিন্তায় চিকিৎসকেরা। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।