শুধু প্রসেনজিৎ-ঋতুপর্ণাই নয়, টালিগঞ্জের অনেক মহারথীরই নাম জড়িয়েছে চিটফান্ড কাণ্ডে
arka deb |
Published : Jul 10, 2019, 05:38 PM ISTUpdated : Jul 10, 2019, 05:42 PM IST
দুই দিনে দুই মহাতারকার নাম জড়াল রোজভ্যালি কাণ্ডে। গতকালই রোজভ্যালি কাণ্ড তলব করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এদিন, এই কাণ্ডে নাম জড়ায় ঋতুপর্ণা সেনেরও। যদিও এই প্রথম নয় বহু নামজাদা তারকারই নাম অতীতে এসেছে চিটফাণ্ড কাণ্ডে। রইল তাঁদের তালিকা।