শুধু প্রসেনজিৎ-ঋতুপর্ণাই নয়, টালিগঞ্জের অনেক মহারথীরই নাম জড়িয়েছে চিটফান্ড কাণ্ডে

দুই দিনে দুই মহাতারকার নাম জড়াল রোজভ্যালি কাণ্ডে। গতকালই রোজভ্যালি কাণ্ড তলব করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এদিন, এই কাণ্ডে নাম জড়ায় ঋতুপর্ণা সেনেরও। যদিও এই প্রথম নয় বহু নামজাদা তারকারই নাম অতীতে এসেছে চিটফাণ্ড কাণ্ডে। রইল তাঁদের তালিকা।

arka deb | Published : Jul 10, 2019 5:38 PM / Updated: Jul 10 2019, 05:42 PM IST
18
শুধু প্রসেনজিৎ-ঋতুপর্ণাই নয়, টালিগঞ্জের অনেক মহারথীরই নাম জড়িয়েছে চিটফান্ড কাণ্ডে
রোজভ্যালি কাণ্ডে এবার টলিপাড়ার বিখ্যাত নায়িকার ডাক পড়ল। ইডির তরফে এদিন ঋতুপর্ণা সেনগুর্তকে নিউটাউনের সিজিও কম্পলেক্সে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য অভিনেত্রী এখন মার্কিন মুলুকে রয়েছেন।
28
এই বছর জানুয়ারি মাসে শ্রীকান্ত মোহতা গ্রেফতার হন। রোজভ্যালির সঙ্গে তার ২৫ কোটি টাকার চুক্তি ছিল। চুক্তিভঙ্গের দায়েই গ্রেফতার করা হয় তাঁকে।
38
সারদা কাণ্ডে শমন পেয়েছেন শতাব্দী রায়। আবার রোজভ্য়ালি কাণ্ডেও ডাক পড়েছে তাঁর। ইডি জিজ্ঞেসাবাদ করেছে তাঁকে।
48
২০১৭ সালে বাবুল সুপ্রিয়র নামও জড়িয়েছিল এই কাণ্ডে। বর্তমান সাংসদের বেশ কিছু ছবিতে রোজভ্য়ালির লগ্নির অভিযোগ ছিল।
58
চিটফাণ্ড কাণ্ডে সিবিআই একাধিকবার তলক করেছ অপর্ণা সেনকেও। ২০১১ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত পরমা পত্রিকার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে।
68
78
সারদা মামলায় মিঠুন চক্রবর্তীরও নাম জড়িয়েছে। সারদার টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছিলেন এই বলিউড তারকা।
88
রোজভ্য়ালি কাণ্ডে সম্প্রতি ইডি তলব করেথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। প্রসেনজিৎ সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি সুনাগরিক হিসেবে দায়িত্ব পালনের জন্যেই যেতে চান ইডিতে হাজিরা দিতে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos