কোভিডের দ্বিতীয় বর্ষে ক্রিসমাসে তাও একটু হাসি ফিরেছে শহরবাসীর। ধীরে ধীরে হলেও একটু করেই ফিরছে পুরোনো কলকাতা। অন্য বছরগুলির থেকে এই বছরটা একেবারেই আলাদা। তার কারণ আনন্দে মিশে আছে অনেক বিষাদের সুর। অনেকেই প্রিয়জনদের হারিয়েছে গত বছর। তাই ক্রিসমাসের আনন্দ নিতে গিয়ে তার মুখটা নিশ্চয়ই ভাসছে। কোভিড যোদ্ধা হয়ে শহরকে বাঁচাতে গিয়ে বহু পুলিশ নিজেকে উৎসর্গ করেছে। আর এবার আশ্রয়হীনদের জন্য সাক্ষাত সান্তা হয়ে দেখা দিল রাজ্য পুলিশ। এদিকে যখন আবার উৎসব মেতেছে পশ্চিমবঙ্গ, তখন চুপ বসে উড়িষ্যা। চলুন দেখা যাক বড়দিনে বসিরহাট হোক কিংবা বো ব্যারাক, রইল কলকাতা সহ ভিন রাজ্যেরও নানা মুহূর্ত।