রেল পুলিশের জালে ধরা পড়ে ভুয়ো ট্রেন চালক। যাত্রীর প্রাণ নিয়ে ছিনিমিনি করে ৫ বছর ধরে রেলের চাকরি করছিল ভুয়ো ওই ট্রেন চালক। শিয়ালদহ ডিভিশনের আই কার্ড নিয়ে তামিলনাড়ু যাওয়ার সময় রেলের পাস দেখিয়ে নেওয়া টিকিটেই প্রতারণা ফাঁস হয়। সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। তামিলনাড়ুর সালেম ডিভিশনের ইরোড স্টেশনে অভিযুক্ত সাহেল সিং ও ইসরাফিল সিংকে গ্রেফতার করে রেল পুলিশ।ধৃতদের থেকে উদ্ধার হওয়া আই কার্ড এবং নিয়োগপত্রে দেখা গিয়েছে, প্রত্যেকেই শিয়ালদহ শাখায় ২০১৬ সালে চাকরিতে যোগ দেন। কীভাবে এমন ঘটনা ঘটালো ধৃতরা, এখানেই ধোঁয়াশা তৈরি হয়েছে।