গোয়েন্দাদের জালে ফের আরও ১ ভুয়ো আইপিএস অফিসার। প্রসঙ্গত চলতি বছরে কলকাতায় ভুয়ো আইএসএস হিসেবে অন্যতম যে ঘটনা প্রকাশ্য়ে আসে, তা হল দেবাঞ্জন দেব। মৌচাকে না বুঝে প্রথম ঢিলটা মেরেছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী। তারপরেই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড বেরিয়ে আসে। শাসকদলের সঙ্গে ভুয়ো আইএএসের ছবি ফাঁস করে বিরোধীরা। নড়ে চড়ে ওঠে প্রশাসন। তবে এই মুহূর্তে ভুয়ো অফিসার অনেকটাই ঝুড়ি ভর্তি কই মাছের মতো কদিন অন্তর পুলিশের জালে উঠে আসছে। এরই মধ্যে শহরের সেরা গুণধরদের কীর্তি রইল আপনার জন্য, দেখুন ছবি।