স্থানীয় বাসিন্দা জানালেন, 'অন্য়সময় আমরাই কেউ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করে দিই। কিন্তু এখনও বেহালায় করোনা সংক্রমণ অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে অসুস্থ ব্য়ক্তির কাছে যাই কি করে। করোনা হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। আমরা স্থানীয় থানাকে জানিয়েছি। তাঁরা এখনও আসেনি। কিন্তু একজন সার্জেন্ট এখন শুধু ছবি তুলছে।'