সারা রাত ধরে বৃষ্টি কলকাতা সহ জেলায়, ডুবেছে নিচু এলাকা, দেখে নিন শহরের জলছবি

নিম্নচাপের দাপটে রাতভর বৃষ্টি কলকাতায়। সোমবার সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের জেরে সতর্কতা জারি উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Parna Sengupta | Published : Sep 12, 2022 5:08 AM IST

19
সারা রাত ধরে বৃষ্টি কলকাতা সহ জেলায়, ডুবেছে নিচু এলাকা, দেখে নিন শহরের জলছবি

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলে পশ্চিম-মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ঘনীভূত। তার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ধারাপাত অব্যাহত। 

29

সোমবার সারাদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

39

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

49

বৃষ্টি হবে মঙ্গলবারও। এদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে।

59

ইতিমধ্যেই গোড়ালি জলে ডুবেছে কলকাতার নিচু এলাকাগুলি। শহরতলীর অবস্থাও একই। স্কুলে স্কুলে কার্যত আজ অঘোষিত ছুটির মেজাজ। তবে একটানা বৃষ্টিতে ট্রেন পরিষেবা কিছুটা হলেও বিপর্যস্ত। রাস্তাতে যানবাহনের গতিও ধীর। ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। 

69

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

79

বুধবারও বৃষ্টির সাক্ষী হবে শহর কলকাতা। এরই সঙ্গে বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছিল রাজ্যে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

89

আগামী ১৪ তারিখ থেকে অবশ্য দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পরিমাণ কমবে। আগামিকাল পর্যন্ত সমুদ্র উপকূলে দমকা হাওয়া বইবে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলে। ১৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

99

বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নেমেছে কলকাতায়। সোমবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৩৭.১ মিলিমিটার।

Share this Photo Gallery
click me!
Recommended Photos