সম্প্রতি অর্পিতার ফ্ল্যাট থেকে সেক্স-টয় উদ্ধার হওয়ার পরে অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখেন, 'আহারে পার্থ বাবু ক্যান্ট মেক আ উইশ? লিসেন এজ ইজ নট আ ব্যারিয়ার, কাস্ট ইজ নট আ ব্যারিয়ার, সেক্স বারবার #এগিয়ে বাংলা, ডিড পার্থ ফেইল্ড? নেশন ওয়ান্টস টু নো'।