এদিন শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গাছে রাখি পরানোর মধ্য দিয়ে এই রাখিবন্ধন উৎসব পালনের আয়োজন করা হয়। ইছাপুরে আয়োজিত এই উৎসবে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ছাড়াও শামিল হন টলিউডের অভিনেতা মহাশির রায়, অভিনেত্রী মীনাক্ষী ঘোষ, তনুশ্রী সাহা, ছাত্রনেতা সুপ্রভাত মশাট সহ অন্যান্যরা।