কেক পেস্ট্রির পাশাপাশি ক্লাব স্যান্ডিউইচে বিখ্যাত কলকাতা। ফ্লুরিসে কফি, চা-এর সঙ্গে পেতে পারেন এই পদ। সঙ্গে ফ্রায়েড চিপস ও সস। ভেজ, নন ভেজ সব ধরনের ক্লাব স্যান্ডুউচ পাওয়া যাবে ফ্ুলুরিসে। সকালের ব্রেকফাস্ট বা সন্ধের খাবারের জন্য় ঢু মারতেই পারেন এই আউটলেটে।