হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম হেমন্ত সিং (৩৫)। তিনি দাসনগর থানার চাষির মাঠ এলাকার বাসিন্দা ছিলেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালে ঘরের মধ্যে জমা জলে দাঁড়িয়ে তিনি যখন ইলেকট্রিক সুইচে হাত দেন সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ঘরের জমা জলের মধ্যে।