সোমবারও আকাশের মুখ ভার। তবে পরপর বৃষ্টিতে অস্বস্তি ভাব উধাও। আবহাওয়া দফতরে খবর অনুযায়ী,আংশিক মেঘলা শহর-শহরতলিতে। রাজ্যে এদিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানিয়েছিল আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, হাওয়া অফিসের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। সোমবার সর্বোনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে।