কলকাতায় এক রাতে তাপমাত্রা নামল ৪ ডিগ্রির বেশি। গতকাল এক ধাক্কায় পাঁচ ডিগ্রী বেড়ে তাপমাত্রা হয়েছিল ১৯.২ ডিগ্রী। আজ সেই তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রীতে। আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্রবার ও শনিবার জমিয়ে শীত থাকবে। রবিবারেও শীতের আমেজ থাকবে। শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবহাওয়ার পরিবর্তন আনবে। শনিবার প্রবল বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ ও মুজাফফরপুরে।