ছোট চুলের পিক্সি হেয়ার স্টাইলের ট্রেন্ড বেশ পুরনো। ফেল ফ্যাশনে এসেছে এই ট্রেন্ড। ছোট মুখের শেপ যাদের তাদের এই স্টাইল বেশ মানায়। শুধু ওয়েস্টার্ন হয়, শাড়ির সঙ্গেও বেশ মানায় পিক্স হেয়ার স্টাইল। তবে, কোঁকড়ানো চুলে এই স্টাইল না করাই ভালো। স্ট্রেট হেয়ারে বেশি মানায় পিক্স হেয়ার স্টাইল.