ভাইরাল হয়েছে আরও একটি ছবি। ছবিতে দুটি ভঙ্গিমায় দেখা যাচ্ছে একটি কুকুরকে। সে কমপিউটারের দিকে তাকিয়ে বসে আছে। একটিতে লেখে ‘কী অসাধারণ দিন’। আর তলায় লেখা ‘হে প্রভু’। এই ছবির ক্যাপশনে লেখা, আপনি যখন জেগে উঠবেন দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধ, ইউএসএআর, উত্তর কোরিয়া, মস্কো, রাশিয়া, পারমাণবিক, ন্যাটো, সোভিয়েত ইউনিয়ন, ইউক্রেন, তাইওয়ান, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রবণতা... হে প্রভু।