রইল মেকআপ সংক্রান্ত ১০টি ভ্রান্ত ধারণা, দেখে নিন আপনি কোনওটা মেনে চলেন কী না

Published : Apr 10, 2022, 11:46 AM IST

ত্বকের খুঁত ঢাকতে কিংবা সৌন্দর্য ফুটিয়ে তুলতে মেকআপ মাস্ট। যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে কিংবা নিত্য প্রয়োজনে নানা রকম মেকআপের সরঞ্জাম ব্যবহার করে থাকি আমরা। প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, কাজল থেকে লিপগ্লস- কত কী ব্যবহার করে থাকি আমরা। তবে, জানেন কী, এই সকল মেকআপ কিট নিয়ে রয়েছে নানা রকম ভুল ধারণা। রইল এমনই ১০টি ভুল ধারণার হদিশ।  

PREV
110
রইল মেকআপ সংক্রান্ত ১০টি ভ্রান্ত ধারণা, দেখে নিন আপনি কোনওটা মেনে চলেন কী না

অনেকেই মনে করেন প্রাইমার ও ময়েশ্চারাইজারের কাজ এক। এটা একাবারে ভুল ধারণা। ময়েশ্চরাইজার ত্বক নরম করে আর প্রাইমার ত্বকে একটা লেয়ার তৈরি করে, যার গুণে মেকআপের সরঞ্জাম থেকে ত্বকের কোনও ক্ষতি হয় না। তাই এবার থেকে মেকআপ করার আগে এই টোটকা মেনে চলুন। এতে ত্বকের কোনও রকম ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন।   

210

লাল লিপস্টিকে সকলকে সুন্দর লাগে, এমন ধারণা অনেকের মনে আছে। কিন্তু, এ কথা একেবারে ভুল। লাল লিপস্টিক সব ঠোঁটে নাও মানাতে পারে। সব স্কিন টোনের সঙ্গে লাল রঙ মানায় না। তাই আপনার ঠোঁটের জন্য উপযুক্ত রঙ বেছে নেওয়াই ভালো। এমন রঙের লিপস্টিক পরুন, যা আপনার স্কিন টোন আরও ফেয়ার করে দেবে।  

310

আপনার কপাল, ঘাড়, গলা বা হাতের সঙ্গে মিলিয়ে ফাইন্ডেশন কেনা উচিত। এমন ধারণা অনেকের মনে প্রচলিত। শুধু একটি রঙের ফাউন্ডেশনে পুরো মেকআপ সম্পূর্ণ হবে না। মুখ, গলা ও হাতের কমপ্লেকশন আলাদা হয়। তাই একাধিক ফাউন্ডেশনের প্রয়োজন। ত্বকের জন্য উপযুক্ত ফাইন্ডেশন করুন। আর মেকআপ শুরুর আগে জেনে নিন কীভাবে তা ব্যবহার করবেন। 

410

লিপ প্লাম্পারের সাহায্যে ঠোঁটের আকার বাড়াতে পারে। কিন্তু, এটা অ্যাপ্লাই করলেই হল না। সঠিক ভাবে এটি ব্যবহারের পদ্ধতি জেনে নিন। ঠোঁটের সাজ তখনই পারফেক্ট হবে, যখন সঠিক ভাবে সব প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। তাই ঠোঁটের মাপ ঠিক করতে সবার আগে সঠিক ভাবে লিপ লাইনার লাগান। তবেই ঠোঁটর আকারের খুঁত ঢাকা সম্ভব। 

510

মাস্কারা লাগানোর পর অনেক সময় চোখের পাতা জুড়ো যায়। এমন সমস্যা দেখা দেয় অনেকের সঙ্গে। এবার থেকে মাস্কারা লাগানোর আগে কৌটোটা নেড়ে নিন। এবার চোখে লাগান। এ সময়ে চোখের ভিতরের দিকে পাতায় লাগান মাস্কারা। তাহলে তা জমে যাবে না। আর চোখ শুকিয়ে গেলে তবেই চোখের বাকি মেকআপ করবেন। 

610

পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে আই শ্যাডো লাগাতে হবে এমন ধারণা ভুল। পোশাক যেই রঙের পরুন, চোখের সঙ্গে মানানসই হবে এমন শ্যাডো লাগান। তাই বলে নীল রঙের পোশাক পরলেন আর গোলাপি শ্যাডো লাগালেন, এমন করবেন না যেন। চোখের জন্য বেশে নিন সঠিক রঙ। আর এমন রঙ পরুন যা আপনি ক্যারি করতে পারবেন। 

710

অনেকেই বিশ্বাস করেন কনসিলারের রঙে ফাউন্ডেশনের থেকে হালকা হওয়া উচিত। এমন ধারণা একেবারে মিথ। ফাউন্ডেশনের রঙ যতটা সম্ভব আপনার ত্বকের সঙ্গে মিলে যাওয়া ভালো। আর কনসিলার ব্যবহার করা হয় ত্বকের খুঁত ঢাকতে। এর সঙ্গে ফাউন্ডেশনের রঙের কোনও মিল নেই। তাই ব্যবহারের আগে বিস্তারিত জেনে নিন।  

810

ত্বক উজ্জ্বল দেখাতে ত্বকের থেকে হালকা রঙের ফাউন্ডেশন বেছে নেওয়া উচিত। এমন কথা অনেকেই মনে করেন। তবে, এটা একেবারে ভুল ধারণা। এমন রঙের ফাউন্ডেশন বেছে নিন যা ত্বকের টোনের সঙ্গে মিলে যায়। তা না হলে, ফাউন্ডেশন ফুটে উঠবে। আর এই ফাউন্ডেশন ভালো ভাবে ব্লেন্ড করা সবার আগে দরকার। এক্ষেত্রে স্পঞ্জ ব্যবহার করতে পারেন। 

910

মেকআপ ব্যবহার ত্বকের ক্ষতি হয়, এমন ধারণা আছে অনেকেরই। তবে, এটা মোটেও সঠিক নয়। কারণ, ত্বকের জন্য সঠিক প্রোডাক্ট বেছে নিলে তা কোনও ক্ষতি করতে পারবে না। তবে, ভুল প্রোডাক্ট নির্বাচনে অবশ্যই ক্ষতি হবে। সেক্ষেত্রে প্রোডাক্ট কেনার আগে সতর্ক হন। তা না হলে পরে সমস্যায় পড়বেন।       

1010

প্রোডাক্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অনেকে তা ব্যবহার করে থাকেন। অনেকেরই ধারণা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৬ মাস প্রোডাক্ট ব্যবহার করা যায়। এই ধারণে একেবারে ভুল। এক্সপেয়ার করা কোনও প্রোডাক্ট ব্যবহার করবেন না। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।   

click me!

Recommended Stories